জন্ম নিবন্ধন আবেদনে নতুন নিয়ম- ২০২৩
এতদ্বারা ৫নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ এর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারি/ অভিভাবককের/ আপনার সচলকৃত মোবাইল ফোনটি সাথে নিয়ে আসতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন করার সময় আপনার মোবাইলে 𝙾𝚃𝙿 যাবে, সেই 𝙾𝚃𝙿 দিয়ে নিবন্ধনের আবেদনটি সাবমিট করতে হবে। আপনার সচলকৃত মোবাইল ছাড়া জন্ম বা মৃত্যু নিবন্ধনের আবেদন করা যাবে না। আর সংযুক্তি ও সত্যায়নের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল আছে।
তথ্যসূত্রঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট।
প্রচারে: বাদাঘাট ইউনিয়ন পরিষদ, তাহিরপুর, সুনামগঞ্জ।
(বিঃদ্রঃ বর্তমানে ইউপি'র নিবন্ধক ইউজার আইডি অকার্যকর থাকার কারণে নিবন্ধনের সকল কাজ স্থগিত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের প্রকৃয়া চলমান আছে। সমাধান হলেই সেবা প্রদান করা হবে।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস