কালের স্বাক্ষী বহনকারী বাঙ্গার খাল নদীরতীরে গড়ে উঠা তাহিরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বাদাঘাট ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বাদাঘাট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৫নংবাদাঘাট ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন -৩৬.৮৭ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪৬,৮৬৫ ও মোট খানা -৯০২৯ টি
ঘ) গ্রামের সংখ্যা – ৫০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল/রিক্সা/নৌকায়।
জ) শিক্ষার হার – ২৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়-২৩ টি,
মহাবিদ্যায়-০১টি,
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-০৮
মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আফতাব উদ্দিন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৫/০৬/২০০৮ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১০/০৮/২০১৬ ইং
২) প্রথম সভার তারিখ – ১৭/০৮/২০১৭ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
০১। ধরুন ০২। ইউনুছ পুর ০৩।কাঞ্ছন পুর ০৪।পাতার গাঁও ০৫।ইসলাম পুর ০৬।কালি পুর ০৭।সোনা পুর০৮।নাগরপুর ০৯।নোওয়া গাঁও ১০। ভোলা খালী ১১। ননাই ১২। মল্লিক পুর ১৩।বাদলারপার ১৪।বাদাঘাট ১৫।বাদাঘাট বাজার ১৬।কামরা বন্দ ১৭। সোহালা ১৮।ইছব পুর ১৯।নুর পুর ২০।ছড়ার পাড় ২১।পাটান পাড়া ২২। কুনাট ২৩।নামা পাড়া ২৪।দিঘীর পাড় ২৫। ঘাগড়া ২৬। গড়কাটি ২৭। জামবাক ২৮। জৈতা পুর ২৯। মোল্লাপাড়া ৩০। সুন্দর পাহাড়ী ৩১।যসপ্রতাপ ৩২।ঘাগটিয়া ৩৩। আদর্শ গ্রাম ৩৪। পূর্ব দৈল ৩৫।মুদের গাঁও ৩৬।রহমত পুর ৩৭।সোম পুর ৩৮।করিম পুর ৩৯।মন্তাজ পুর ৪০।কামাল পুর ৪১।বিন্নাখুলী ৪২। লামাশ্রম ৪৩। রাজারগাঁও ৪৪।লোহাজুরী ছড়ার পাড় ৪৫। লাউড়ের গড় ৪৬।জাংগাল হাঠি ৪৭। মুকসেদ পুর ৪৮। পুরান লাউড় ৪৯।সুনাপুর ৫০।বাওয়া হাঠি ৫১।সাহিদা বাদ ৫২। দশঘর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
ত) স্যানিটেশনের তথ্যঃ ৭৫% খানা রিংস্লাব/ উন্নত ল্যাট্রিন ব্যবহার করে।
স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের হারঃ ১৯.১৯%
থ) নিরাপদ পানি ব্যবহারের হারঃ৯৯%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস